মেয়ে তুমি চাকরি না পেলে,তুমি মেয়ে না।
সমাজের বোঝা, প্রতিবন্ধী মানুষ। তোমার দ্বারা কিছু হয় না।
নারী তুমি সরকারি চাকরি পেলে তুমি সন্মানিত,
সে তুমি পরীক্ষায় নকল করে হও বা জালিয়াতি করে।
নারী এই সমাজ তোমার না,এটা পুরুষদের জন্য।
পুরুষ জাতি পঙ্গু হলেও বংশ রক্ষা করে।
নারী তুমি প্রতিষ্ঠিত হলে তুমি সন্মান পাবে।
কিন্তু সরকারি চাকরি না পেলে, তুমি যোগ্য না।
নারী তোমার দ্বারা কিছু হয় না।
নারী তুমি জন্মানই পাপি।
নারী তোমার পায়ে পায়ে দোষ।
সুন্দর না হলে তুমি ওকেজো।
কালো হলে জামাই জুটবে না কপালে, সমাজ বলে।
এই সমাজে মেয়েদের সন্মান পেতে হলে লড়াই করে পেতে হবে।
সে পুরুষ যদি অযোগ্য হয় কাজ না করে,
মা বাবা কে নাও দেখে বংশ রক্ষা তো হয়!