কাব্যজগতে কতশত কবিতা রচনা করেছো?
সে সকলের মাঝে একটা কবিতা কি তোমার-আমার গল্পে বদলে যেতে পারে?
তোমার-আমার নামে রচনা করবে কি, একটি গদ্য কবিতা?
যে কবিতায় তোমার-আমার ভালোবাসা আছে,
যে কবিতায় তোমার-আমার স্পর্শ আছে,
যে কবিতায় আমাদের ছুঁয়ে দেয়া আছে,
যে কবিতায় তোমার বদলে যাওয়া আছে,
যে কবিতায় আমার চলে যাওয়া আছে,
সে কবিতায় কি আমাদের গল্প লিখবে?
তোমার হৃদয়ের বাগানে যে সকল গাছেরা শাখাপ্রশাখা মেলে ধরেছে,
তাদের মাঝে একটা গাছ কি আমায় দিবে?
আমি তাকে ঠিক আমাদের গল্পে বদলে নিব।
তার পাতায় পাতায় লিখে দিব, আমাদের জমানো কষ্টগুলো,
তার ডালে ডালে এঁকে দিব, তীব্র ব্যথা লুকিয়ে রাখার প্রহর গুলো,
তার শেখরে শেখরে ছড়িয়ে দিব, হারিয়ে যাওয়া ভালোবাসার অর্তনাদগুলো।
আচ্ছা! তোমার হৃদয়েও কি আমার মত মরিচা ধরেছে?
তুমিও কি এখন ভালোবাসাহীন,
আমার মতই মায়া বিহীন,
কান্নার আড়ালে শক্ত কঠিন?
খুব জানতে ইচ্ছে হয়,জানো?
আমাদের গল্পরা কি চিরতরে হারিয়েছে? মরে গেছে?