প্রথমে তাকে আমি আশ্রয় দিয়েছি,
পাঁজরের খাঁচায় সাজিয়েছি,
হৃদয়ে তাকে ভালোবাসার পাশে থাকতে দিয়েছি,
অথচ কি অদ্ভুত,সে যে ভালোবাসার খুনী!
নাম কি তার? নাম তার অহংকার।
তাকে মনের সব কোমলতার সাথে মেপেছি,
তাকে ভালোবাসার সাথে মিশিয়েছি,
তাকে যত্ন করে আশ্রয় দিয়েছি,
অথচ কি অদ্ভুত, সে তো মানবতার খুনী!
নাম কি তার?নাম তার অহংকার।
তাকে রত্ন ভেবে যত্ন করেছি,
তাকে ধীরে ধীরে আপন ভেবেছি,
তাকে চরিত্রের বৈশিষ্ট্য করেছি,
কিন্তু সে যে চরিত্র বিনাশক!
নাম কি তার? নাম তার অহংকার।
তাকে আলিঙ্গন করেছি,
গর্ব করে পরিচয় দিয়েছি,
তার উপস্থিতি লোকের সম্মুখে এনেছি,
অথচ কি অদ্ভুত,সে দিয়েছে একাকীত্ব।
নাম কি তার? নাম তার অহংকার।
এই অহংকার দিয়েছে কেবল,
একলা চলার পথ,
একলা জীবনের শপথ,
একলা একটা কষ্টের রথ।