যখন আঁধার নামে,
তোমার প্রতিক্ষার বেদনা সিক্ত তায়-
তখন আমি অর্ধনিমগ্ন ।
আঁধারে আলো স্নাত তোমার
স্মৃতির মন্থন করি।
ওই জনাকীর্ণ নিস্তব্ধতায়,
তুমি মনে রেখো আমায় ।
আলোস্নাত ওই বিশাল সমুদ্রে  
ডুবে, আত্মাহুতি দিলেও
তুমি মনে রেখো আমায় ।
আবার যখন নিভে যাবে স্মৃতি,
যখন ওই অলস আলোটা অন্ধকারাচ্ছন্ন,
তুমি ভুলে যেয়ো না আমায় ।
যেদিন তোমার মনের সুমিষ্টতা চারিপাশে
ছড়িয়ে পড়বে,বকফুলের ন্যায়
মুক্ত হয়ে বাতাসে উড়বে,
ওই সাদা ফুলের  দলে-
তুমি মনে রাখবে তো আমায়, সুনন্দিতা???
গুটিয়ে যাচ্ছি প্রতিনিয়ত,
হয়তো খোলস বন্দি হবো শীঘ্রই!
সেদিন,তুমি ভুলে যাবে নাতো আমায়???