নয়নার কোমল ঠোঁটে-
আলতো তুলির আঁচড়,
এতো কবির মায়ায়-
লেপ্টে থাকা একখণ্ড চাদর।
তার শরীরের সুঘ্রাণে-
মাতাল কবির মন,
চায় কেবল করতে আস্বাদন।


কত্ত সুন্দর তুমি সুনয়না!
যেন এক শুদ্ধ সকাল-
হাওয়ায় ভেসে থাকা
মেঘের ন্যায় দু গাল।
ঠোঁট যুগল যেন পদ্ম পাপড়ির বিছানা,
কেশে বহমান আঁধার কালো ঝর্ণা।


শাড়ীর আঁচলে ঢাকা তার রহস্যময় বুক,
তাতেই কবির এক হ্রাস ঝোঁক।
যেন সূর্য মেঘের আড়ালে ছড়ায় আলো,
অক্ষি কোটরে তোমার আছে-
দু হীরা বসানো কালো।


আসলে কে তুমি নয়না?
পদ্মকলি,রজনীগন্ধা নাকি ফুটন্ত গোলাপ?
নাকি আবেগ মিশ্রিত কবির প্রলাপ!