আমি চেয়ে থাকি আঁধারের নিস্তব্ধ আগ্রাসনে,
আত্নাহীন শরীরে কেবলই মৃত্যুর গন্ধ ভাসে
শেওলার বুকে জমাট বাঁধা থোকা থোকা রক্ত,
চোখের মায়ায় উল্লাস করে,
নির্ঘুম আধার জীবন্ত লাশ হয়ে।


কত সকাল ভেসে আসে সমুদ্রের ওপার হতে,
কত দিন বহে চলে তার সারথী ধরে,
কত সন্ধ্যা ঘনিয়ে আসে,
দৃঢ় পায়ে এগিয়ে চলে প্রেয়সীর বিদায়ে।


কত রাত হাজার স্মৃতিতে স্মৃতিচারণ করে,
নির্ঘুম রজনীর হস্তগত হয়ে ঘুমিয়ে যায়,
সমস্ত শরীরের অভিশাপে জেঁগে থাকে পাপী আত্মা।
কত অভিশাপ জমা, গড়েছি পাপ ,
হয়েছে পাহাড় আর অনুশোচনার এক তৃপ্ত রজনী ,
শুধু তুমি হীনতায়।


এভাবেই হয়তো কোনদিন দেখা হবে
কোন ব্যস্ততাকে ঘিরে, কোন এক ব্যস্ত শহরে।
কিন্তু আর আলিঙ্গন হবে না,
ছোঁয়া হবে না তোমার হস্তযুগল।
মুছে যাবে প্রেম,আকর্ষণ বা ভালোবাসা
তুমি যা বলেই সংজ্ঞায়িত করো না কেন প্রিয়!  
থেকে যাবে শুধুই দূরত্ব.....