ভালোবাসা হোক এমন-
কেউ অকারণে অভিমান করুক
কিংবা অল্পতে ই কাঁদুক
চোখ মুছতে দুহাত বাড়িয়ে দেবো।
থাকুক প্রতি স্তব সহস্র
অভিযোগ-অনুযোগ
মাথা পেতে মেনে নেব।
যা অসাধ্য তা করা হয়তো সম্ভব হবে না,
তবুও চেষ্টা করবো।
যেমনই হোক না কেন ভালোবাসা,
ভরপুর আবেগে বাস্তব তাকে নিঃস্ব করবো।
তোমার জন্য হয়তো চাঁদ আনতে পারবো না,
তবে দিতে পারবো নিস্তব্ধতায় ঘেরা -
জোস্নাস্নাত অসংখ্য রাত।
এমন নয় যে তোমাকে না পেলে আমি শেষ
হয়ে যাব, কিন্তু অপেক্ষা সারাজীবন করবো-
সেটা বলতেই পারি।
সেটা তুমি আসো আর নাই আসো।


এতো কিছুর বিনিময়ে তোমার ভালোবাসা পাওয়া যাবে না?


ভালবাসবে?
  - রাফিউর রহমান