ভালোবাসা এবং আবেগীয় চেতনার-
যেন কেবলই নিঃসঙ্গ ক্ষমতা।
এতটা গভীরত্বের মাঝে নিমজ্জিত কবি,
শিখেছে ত্যাগের সমঝোতা।
ভালোবাসার মহিমা দণ্ডায়মান-
সামান্য স্মৃতির মাঝে আজীবন-
বেঁচে থাকার মুহুর্তের হয়েছে যোজন।


যা হয়ত যন্ত্রণার মাঝেও প্রাণপূর্ণ।
তবে আমি স্মৃতিতে ভালো আছি।
ভাল আছি আমার সুনন্দিতাকে-
কল্পনায় ভেবে,
চিরতরে আপন করে।
বাস্তবে ত্যাগ, তা তো নিমিত্ত মাত্র।
যেকোন নামে,যেকোন সম্পর্কে -
প্রীতি বা তিতিক্ষায়,
আমি নন্দিতা তোমায় ভালোবাসি।