স্বপ্ন দেখার অভিলাষে কিংবা
তীব্র আকাঙ্ক্ষার আক্ষেপে-
সব কিছু পাওয়া যায়।
সেই পাওয়াটাকে সঙ্গী করে-
অদম্য ইচ্ছাটা তৃষ্ণার্তের মতো-
খুঁজে ফেরে গভীর সরোবর।
যন্ত্রণার গভীর হতে স্বপ্নেও-
সে কেবলই কবির শ্রীতমা।


বিতর্কিত এই যৌবনের-
সেইই কবির একমাত্র আশা,
কেবলই যেন কবিতার ভালোবাসা।
যেন কুহেলিকাময় উচ্ছ্বাসে-
প্রেমময় মিতালীর সপ্ত আকাশে!
মনের সুপ্ত কামনায়-
সে চিরন্তন কবির সর্ব যাতনায়!!!!