শ্যাম লতার মতো তোমার নয়ন দুখানি,
তুমি বিহনে ধ্বংস হয় কাব্য-
কেউ না জানি!


দেবালয়ে তুমিই তলাতল,
তোমার আঁখিতে শতদল-
হয়েছি পাগল!
তুমি যেন কাব্যের ভালোবাসায়-
মোড়ানো স্বপ্না,
কবির আঁধার কুটিরে কিঞ্চিৎ-
জ্বলজ্বলে জ্যোৎস্না।
যেন হাতে রেখে হাত-
মানে জীবন জুড়ে মৃত্যুর আঁতাত!


ওহে প্রিয় ❝মার্গারেট
তুমি বিহনে জীবনের এক ঝলক-
কবির নিকট সহস্র শিশি হ্যামলক!!
তুমিই তো মার্গারেট,কবির মার্গারেট❞