অমাবস্যার বেশে চন্দ্রিমা-
শ্রেয়সী মোর পূর্ণিমা।
পূর্ণ চন্দ্রের গোলক ধাঁধাঁয়-
অবিরাম বর্ষিত শ্রীতমা।
নশ্বর পৃথিবীতে সেইই-
অবিনশ্বর কবিতা,
কেবল আমার নন্দিতা।
বিচ্ছিন্ন ছন্দের বহরে,
মৃয়মান সে কাব্যের প্রতি পহরে।
আসমানের সপ্ত পরতে,
প্রতিষ্ঠা তার অনিন্দ্য তটে।
স্রোতস্বিনী নদীর -
সঞ্জীবনী ধারা বহমান,
সহস্র ভুলেও মোর নন্দিতা মহান।।