আচ্ছা নন্দিতা,
তুমিই তো সেই, যার জন্য কবি এক বোহেমিয়ান-
বস্তু বাদী থেকে ধর্মপ্রাণ হওয়ার প্রচেষ্টা করছিলো।
যাকে নিজের দিকে টানতে-
স্বয়ং ইশ্বরও অধৈর্য হয়ে পড়েছিলো,
তুমি কিনা এক পরোক্ষ চেষ্টাতে তাকে-
উনার দিকে টেনে নিলে?
আচ্ছা সুনন্দিতা,
একটা কথার উত্তর দেবে-
তুমি ইশ্বরের পাঠানো দূত?
উনি কি নিজের প্রতি আমাকে বিশ্বাসী করতে,
তোমাকে পাঠিয়েছেন?
যদি তাই হয় তাহলে ভগ্ন হৃদয়ের কবির-
রোষানল থেকে তিনি বাঁচতে পারবেন না।
উত্তর তাকে দিতেই হবে কেন,
আমার জীবন নিয়ে এভাবে খেললেন!
আর যদি ভালোবেসেই এসে থাকো,
তবে কেন এই মরুভূমিতে জল রূপে এসে,
মরীচিকার রূপ ধারণ করছো?
যাওয়ার আগে উত্তর দিয়ে যেও.....