তোমার নীরবতাই আমার কাছে সর্বশ্রেষ্ঠ কবিতা
অথচ এমন একদিন ছিলো যেদিন পাতাবাহার হাওয়ায় দুলছিলো -
ঝি ঝি পোকা রাত অগ্নি পোহাচ্ছিলো ।
আমার তিন পায়া  টেবিল টার কোনায় পড়ে  থাকা
একতার  ছেঁড়া গিটারটায় জগতের সব
সুরেলা পাখির সুর ছিলো  ।


আর এখন সেসব বলতে গেলে  যত কথা
তার চেয়ে বেশি  আল্পনা মাখা  ব্যথা ।
তাই এখন আমার কাছে তোমার নীরবতাই
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবিতা ।


যখন তুমি নিরব হলে ,
আমার তখন ঈশান  কোণে
সদ্য পোয়াতি মেঘের মেলা ।  
আর তাদেরও বেলা নেই , আমার মতো তারাও অকর্মণ্য কবি ।
সারাদিন আকাশ জুড়ে কবিতা লেখায় তাদের কাজ ।
তারাও তারাও দীর্ঘশ্বাসের প্রসাদ হাতে তোমার অপেক্ষায় , তবুও-----
হ্যাঁ তবুও তোমার নীরবতাই  আমার কাছে
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবিতা ।


মহাকালও তোমার নিরবতার কারণ ব্যক্ত করতে ব্যর্থ ,
তার জবাবেও অন্তরআত্মা তুষ্টি পাচ্ছে না ।
সে আমায় এবার ভুলতে বলছে;


কিন্তু আমি কিছুতেই পারি না সুনন্দিতা
এখন আমার কাছে
তোমার নীরবতাই সর্বশ্রেষ্ঠ কবিতা.......