শীত জলে ভেজা ভিখারিনীর পাশে-
যে কবিতা আগুন হয়ে জ্বলে না,
সে কবিতা নিক্ষিপ্ত হোক ময়লাস্তুপে।
কাঙ্গাল শিশুর হাতে যে কবিতা-
পয়সা ছুঁড়ে দেয় সে কবিতা নয়।
শ্রমিকের রক্ত মাখা শার্ট যে কবিতা চেনেনা,
তার চোখ অন্ধ হয়ে যাক।


রাজপথে মৃত লাশ দেখে-
যে কবিতা কাঁদেনা,
তাকে আমি তার টুঁটি চেপে ধরি।


ধর্ষিতা নারীর শরীরী শোভা দেখে-
যে কবিতার কামভাব জাগ্রত হয়,
তাকে আমি তীব্র ঘৃণা করি।


একবেলার খাবারের জন্য বুভুক্ষু র-
আহাজারির পরও যে কবিতা তার মুখে
দুমুঠো খাবার তুলে দিতে পারে না,
সে কবিতা নয়।
আমি তার মৃত্যু কামনা করি।