তোমার দেহের লাবণ্যে-
ধরা পড়েছে ❝কবি,
তুমি যেন তার সমুদ্র জলে-
ভাসতে থাকা উজ্জ্বল রুবি❞।


তোমার চলার ছন্দে-
পৃথিবীময় যেন নৃত্য হারা,
কষ্টে যেন কবির মনে-
দামামা বাজায়ে প্রলয় ধারা!


তব সলজ্জ হাসিতে-
উতলে পড়ে স্বর্গ শোভা,
তোমার আঁখি পল্লবে জড়িত-
কাব্যের প্রণয় সুধা।


তোমার চোখের উজ্জ্বলতায়-
শুভ্রতায় শুদ্ধ এই ধরা,
তব কণ্ঠের প্রেমে বিহীন হয়ে-
কাব্যের গা জুড়ে কেবলই জরা।


তোমার অসীম পবিত্র হৃদয়ের-
কোমল স্পর্শে গগন হয়ে নীল,
কাব্য প্রেম নিবেদন করে-
উড়িয়ে সাহস্র শঙ্খচিল!!