আহা! কবির শ্রীতমা!
তোমার বিহনে পেরিয়েছি-
কত সহস্র দিবস,কত রজনী।
তোমার দর্শনে কম্পিত-
সারা দেহের  শিরা-উপশিরা বা ধমনী।


চেয়ে দেখো প্রিয়া একটিবার,
তোমার অপেক্ষায় প্রিয়তম যেন-
এক পলকে প্রেমিক দাঁড়িয়ে-
মনের গহীনে গোলাপ কলি হাতে,
অজানা এক ঝড়ে উড়ে যাবে-
তোমার মনের সব দরজার খিল সরিয়ে!!


তুমি আয়নায় দাঁড়িয়ে দেখে নিও-
কবির প্রেমের গরিমা,
যা কেবলই তোমার তরে সমর্পিত-
ওহে আমার শ্রীতমা,কবির শ্রীতমা!!