তার চোখেতে এক হ্রাস তৃষ্ণা-
তা সহস্র কবিতার অনুপ্রেরণা।
প্রণয়ের সুদীর্ঘ সময়ে,
কেবল সেই ছিলো-
কবির নির্ণয়ে।
নিষ্পলক দর্শনে সে যেন-
কবিতার কামনা,
সেই কবির ভালোবাসার সুনয়না!
যার জীবনে কবি পাহাড় হতে চায়,
যেন সৌন্দর্য আর বিশালতার মাঝে-
একবার ভালোবাসি বললে,
তিনবার শোনা যায়।


জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে,
খুব সন্তর্পণে মায়ায় জড়িয়ে-
কবি জন্ম দিবে সহস্র কবিতার।
সুনয়না'র হৃদয়ের সপ্ত পরতে-
কিংবা দীর্ঘশ্বাসে,
হাজার পদ্মের আভায় মিশে-
চির রঙিন সে,সুনয়না সে,
উন্মাদ কবির রূপসী প্রেয়সী সে।
সহস্র কাব্যের মোহনায় ভেসে বেড়ানো-
রাজহংসীর ন্যায় শুদ্ধ-পরিশুদ্ধ যে,
কেবল তার তটেই কবিতা শুদ্ধতা পাক-
আর কবির অন্তরাত্মা মিলিয়ে যাক।