ঊনিশে র পঁচিশে, ভালোবাসার আবেশে
মোর দুটি হাত, আর তোমার দুটি পাশে -
হয়েছিল মেল বন্ধন, আত্মার আলিঙ্গন
সাজলো সে এক কল্পতরুর অঙ্গন।
যেথায় আছি আমি, আছো তুমি
আর আজ আমাদের টুনটুনি!
তবু জোছনা দেখেনি, দেখা হয়নি অরোরা
কি করে সেসব পূর্ণতা পাবে বলো তোমায় পাশে ছাড়া?


তাই করছি এই সময়ের আহ্বান
বদ্ধ অন্ধ চোখে, স্বপ্নে তোমায় আলিঙ্গন  
করে ভাবছি আমি, ডাকছি তোমায়
এসো তুমি স্বপ্নে না হয় ধ্যানে-
যেথায় মন মানাবো আমার তুমি জেনে।


দিন কেটে যায়, জগতের মায়ায়
রাত কাটে না, নিঃসীম এ ছায়ায়;
বদ্ধ নিঃশ্বাস, করি হাঁসফাঁস
বড্ড একাকী আমার মনাকাশ
বলো আসবে না হয় ধ্যানে?
বলো আসবে প্রিয়, আসবে তুমি
আসবে আমার প্রাণে;
যেথায় দিন কাটাবো, রাত রাঙ্গাবো
আত্মার আলিঙ্গনে?