বেজে গেছেে কবে সেই  বোধনের গান,
অগোছালো মনে -করে দেবী আহবান,
ভেবে বসে আছে সে সাজানো বাগান,
প্রাণ ভরিয়ে, আশালতা ছড়িয়ে,
কল্পনায় বাজিলো বিজয়ার মিষ্টিসুরের বান।


এ যে কবিগুরুর সে অমোঘ কথন-
জীবন সে তো এমনি ছোটগল্পের বুনন,
অগুনতি পরিকল্পনার কল্পনার সম্মিলন,
এমনি করে বয়ে চলা, জীবনের আপন কলা,
অদৃশ্য আশা ভালোবাসায় -ডুবন্ত আপনজন।