তোমায় ছুবো বলে, আমার সন্ধ্যাকাশে মনের দোলাচলে
গল্পেরা সব আসমানী ঢঙে ডানা মেলে,
মেলে দুই হাত, চোখের ভাঁজে অশ্রুর মোলাকাত
করে নৈশব্দ নীরবে অদৃশ্য মৌনতার আঘাত।  


তোমায় দেখাবো ভেবে, আজও আকাশ দেখিনি
দেখিনি ভরা জোছনার আলো,
তবু মন বলে সেই ভালো সেই ভালো -
এইতো রাত  পোহালেই দেখতে পাবি'
রাঙা প্রভাতের আলো।  


বলো  কবে পাবো দেখা সেই আলো'র  
নাকি ঘড়ির কাটা থমকে গেলো
অজস্র দিবস ঘুরে নিয়ত রাত্রি এলো,
আলো সে কি তযে আমার পথটাই ভুলে গেলো
পথ ভুলে, মন ভুলে, সে কোথায় হারলো?