এই যে তুমি আমায় ভাবছো না
এই যে তুমি মায়ায় আঁকছো না কোনও ছবি
কিংবা গাইছোনা আমাদের প্রেমের গান,
ভাবছো হয়ত যাচ্ছো জিতে
সময় তোমার তুমি সময়ের
রচিছ তোমার বিজয়ের আখ্যান।  


আসলে কি জানো, তুমি মান বা না মান
এই সব ই সময়ের ই ভ্রম-
সে করছে খেলা, নিয়ে গিয়ে তোমার প্রানোচ্ছল বেলা
আড়ালে থেকে করে তোমারেই নিরালা
শুষে নিয়ে যাচ্ছে তোমার অন্তরাত্মার প্রাণ।


তাই বলি আমি সারাবেলা
জেগে উঠো তুমি, উঠো ঠাঁই দাঁড়িয়ে
হও আগুয়ান, ফিরিয়ে নাও সময়ের ভ্রমময় টান
পাও তব জীবনের ভিতরকার প্রাণ
যেথায় রইবেনা কোনো ভিতর বাহির খেলা
কেউ কইবেনা কথা জেনে তুমি আজ
মাতিছো প্রাণের সাথে মনের আত্নজ মেলায়।  


জাগো, জাগাও তবে প্রাণ
মেতে উঠো আপন উল্লাসে
দেখুক বা নাই দেখুক এই বিশ্ব
তুমি হাসবে ঠিকি নিঃশ্বাসে আর প্রশ্বাসে।


আর আমি অপেক্ষায় রইলাম এই বালুকার স্রোতে ভেসে!