আজ তুমি কবিতার ভাষা
হৃদয়ে দানা বাঁধা স্বপ্ন আশা  
আজ তুমি কবিতার ছন্দ
তাইতো তোমার কর্মে ওরা নিরানন্দ ।
নির্ভীক প্রাণে তুমি আলোর দিশারী  
জন গণ মনে তুমি নও আগুন পূজারী ।  
স্বাধীন সার্বভৌম পিঞ্জরে ছিল অদৃশ্য দেয়াল  
তুমি তুমি তোমরা যা করেছ খেয়াল ।
মনের ভাব প্রকাশ করে সকলকে ভাবালে
দৃশ্যত এখন, কে কি করছে আড়ালে আবডালে ।  
তোমার চিন্তা চেতনা জৌলুসের মর্যাদা ওরা দেয়নি
ক্ষমতার দাপটে বিত্তের মোহে ওদের মানুষ হওয়া হয়নি ।
৫২ মায়ের মুখের ভাষার জন্য প্রাণের বিসর্জন
৬৭ বছর পরে আমরা কি করেছি অর্জন ?
নিভৃতে জ্বেলে দিলে প্রদীপ শিখা জন গণ মনে
তোমার সৌরভে ধরাতল সুভাষিত হোক কল্লোলিত প্রাণে ।  


০৮, অক্টোবর ২০১৯ ইং,
ঢাকা ।