তুমি কি দেখেছিলে কভু সন্ধ্যা তারার মিষ্টি হাসি ?
জ্যোৎস্নার আলোয় করেছিলে কি রাঙ্গা মনকে খুশি ?  
বুঝেছিলে কি আকাশের বুকে ঐ মেঘেদের ভাষা ?
নীলের মাঝে কেন এত রংয়ের মেলামেশা ?


মেঘেরা দৌড়ে বেড়ায় উত্তর দক্ষিণে  
মনের খুশিতে ঝর্ণা ঝরায় ধরার জমিনে ।
জলরাশির উপর ঐ আকাশের রংয়ের প্রতিচ্ছবি
হৃদ আকাশে বিচরণ করে কেড়ে নিয়েছ সুখ ছবি ।


অমাবস্যায় চাঁদের সন্ধান করলে পাবে কি আলোর দেখা ?
ভালোবাসা সতত রেখে যায় রঙ্গিন দিনের স্মৃতি রেখা ।
আজো তোমার আসার প্রহর গুনি তীরে দাঁড়িয়ে,
ভালোবেসে কখন দেবে হাতটি বাড়িয়ে ?


দমকা হাওয়া এসে লাগে উদোম শরীরে
উষ্ণ পরশে একটু না হয় ধরবে জড়িয়ে ।
তোমার ছোঁয়ায় ফুটবে ফুল, বসন্ত আসবে ফিরে
ভালোবাসার আলো জ্বলবে তাল পাতার নীড়ে ।


১৭ চৈত্র ১৪২০ বাংলা,
৩১/০৩/২০১৪ ইংরেজী,
কল্যাণপুর, ঢাকা-১২১৬ ।