অসম প্রেমের বিষম যাতনা
অন্তর অনলে হারায় কামনা।
চকিত বাস্তব খুঁজে শৈশব
কাজের ভিড়ে ফিকে কলরব।


সুখ সুখ করে গড়ায় দিন
অলক্ষ্যে বাড়ে পার্থিব ঋণ।
অপ্রাপ্তিগুলি ছড়ায় বেদনার শাখা
স্বপ্নের বাতায়নে বাস্তবের রেখা।


মননে ও মানে হয় বিস্তর ফারাক
স্বাভাবিক কর্মে বেকার হাঁক ডাক।
হিমেল আবহে উল্কার বিচ্ছুরণ
শান্তির তরে নিরবে নিভৃত জারণ।


শুনেছি, শান্তি চলে গেছে ঐ বাংলায়
জীবন তরীর ঠেলা, সকলেই সামলায়।
একান্ত আলাপনে বিলাপের সুর
নিয়তি নিয়ে যাবে অজানা দূর।


সময় কাল
১২ ফেব্রুয়ারি ২০২৪ ইং, ২৯ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ।