মনের ভেতর বহে শীতল ঝর্ণা ধারা,  
অশ্রুতে বয়ে চলে বংশী নদীর স্রোতধারা ।
হৃৎপিণ্ডে জারণ হচ্ছে প্রতিনিয়ত,
ভাবনার কাজে আসে না আর মস্তিষ্ক ।


প্রভাত বায়ু সজীবতা দিতে ভুলে গেছে,
সূর্যের আলো থাকতে ও অন্ধকার নেমে আছে ।
অন্ধকার রাতে জোনাকি আর, রাস্তা দেখায় না,
চাঁদের মিটি মিটি আলোয় আর...মন শিহরিত হয় না ।  


ভরা পূর্ণিমা আনন্দের খোরাক হতে ভুলে গেছে ।
বাগানের ফুল সৌরভ ছড়াতে ভুলে গেছে ।
শ্যামল বাংলার সজীবতা দরদী কণ্ঠে...আর ডাকে না ।  
নূপুরের নিক্কন ধ্বনিতে আর, মন জোড়ায় না ।  


বাঁধন ভেঙ্গে মন পাখি উড়ে গেছে,
বিস্তীর্ণ গগনে শান্তি না পেয়ে ঘুরে মিছে ।
মায়া ত্যাগ করে সজনী গেছে অচিনপুরে  
বাস্তবতা... এখন কথা বলে বেদনার সুরে ।


১৯/০৭/২০১৩ ইং,