বেখেয়ালি মন উড়ছে যখন
আলোর পথ মেলেনি তখন,
রংধনুর রঙে হাওয়ার পালে
বন্ধুর সাথে রঙ্গিন স্বপ্ন বুনে
আকাশের নীলে সবুজের বিলে
পাহাড়ের চূড়ায় অরণ্যে হারায়
সাগরের তীরে লোকের ভীড়ে
বৈকালি আড্ডায়, রূপালী জোছনায়
কাশফুলের পালে হৃদয় দোলে
বিপরীত টানে উচাটন মনে
সময়ের আহ্বানে ঊষার গগনে
নদীর জলে বর্ষায় বিস্তির্ণ বিলে
বসন্তের ফুলে মাতৃভূমির কূলে।
বেখেয়ালি মন উড়ছে যখন
আলোর পথ মেলেনি তখন।