বিলে বিলে ফুটে ফুল
মানুষের মাঝে কত ভুল
হেলায় হেলায় যায় চলে যায় ক্ষণজন্মা কূ...ল ।
কোলে কোলে তুলে তুলে,  কোলে কোলে তুলে তুলে
বাড়ছে ওরা  হেলে দোলে
আদর মাখা কোমল গালে,
মুক্তা ঝরে খুশির ছলে ।


আটের আঠায় বসি বসি
জাতি স্বত্বায় দশে মিশি,
গুটি গুটি পায়ে চলে,
অনেক কথায় কথা বলে ।
বিলে বিলে ফুটে ফুল
মানুষের মাঝে কত ভুল,
হেলায় হেলায়, হেলায় হেলায় যায় চলে যায় ক্ষণজন্মা কূ...……....…....…..ল ।


ব্যঞ্জনার কুঞ্জ বনে বসতের ঘাঁটি
সকল ই হজম করে উর্বরী মাটি, হায়রে উর্বরী মাটি ।
সরল পথের দিশা রেখে ভিন্ন পথে হয় যে মাতামাতি,
ফসলের সুধায় ওরে ঘুরে প্রজাপতি, হায়রে উড়ে প্রজাপতি ।


বিলে বিলে ফুটে ফুল
মানুষের মাঝে কত ভুল,
হেলায় হেলায় যায় চলে যায় ক্ষণজন্মা কূ......ল ।


শালুকের রাজ্যে পদ্মের আনাগোনা
চারিদিকে বাড়ছে ওরে আগামীর ছানাপোনা
বসন্তের-ই সমারোহে জীবনের জয় গান
যায় কি ভোলা ওরে শৈশবের পিছুটান? হায়রে শৈশবের পিছুটান ।


বিলে বিলে ফুটে ফুল
মানুষের মাঝে কত ভুল,
হেলায় হেলায় যায় চলে যায় ক্ষণজন্মা কূ.......ল ।
হায়রে ক্ষণজন্মা কূল,
হায়রে ক্ষণজন্মা কূল,
হায়রে ক্ষণজন্মা কূ......ল ।