বদলে গেছি
-মোহাম্মদ আজিজুল হক রাসেল

বড্ড বদলে গেছি,
এখন আর সেই- আগের আমি টি নেই,
চামড়ার সজীবতায় ভাটা পড়েছে,
কন্ঠস্বর ও হয়েছে একটু ভারী  
দায়িত্ব নামের একটা বিস্তর বিষয়, এখন তাড়া করে বেড়ায় ।  


ইচ্ছে হলেই আগের মত চলতে পারিনা
ইচ্ছেগুলিকে তাই ছুটি দিয়েছি নীল আকাশের সীমানায়,
বিয়ে তে হয়েছে গাঁটছড়া,
তাই সবার সাথে যোগাযোগে পড়েছে ভাটা ।


বিয়ের পরে কি যে হল,
ছেলেটা আমার দিনদিন কেমন হয়ে যাচ্ছে,
আগের মত উচ্ছ্বাস নেই
কেমন যেন, গুটিয়ে নিয়েছে নিজেকে ।
  
ছেলে আমার বউ পাগল হয়ে উঠছে,  বউয়ে র কথায় উঠে বসে
এত দিন পেলেপোলে বড় করলাম, আর আমরা এখন পর ?
আক্ষেপের খেদোক্তিতে আপনজনে বাক্য বিনিময়
বুঝলি, বিয়ের পর সব ছেলেদের  রকমই হয় ।


এখন আমার আমিতে ভিন্ন স্বত্বার নিবিড় বিচরণ
সামাজিক ভাবেই এখন অনেক কিছুতে আছে বারণ ।
গিন্নি র ফিন্নিতে সাত সকালে শুরু,
গোধূলি আলোয় আড্ডা দেয়ার সময় নেই আর গুরু ।


রুটিন মাফিক কাজ কর্ম, জীবন হয়েছে দুই চাকার যন্ত্র
সকলের মন জয় করার চেষ্টায়, কাজে আসে না কোন তন্ত্র ।  
যে যার মত স্বকীয় ভাবনার দুয়ারে স্বাধীন
জীবন যার যার ইচ্ছে গুলি ও তার তার অধীন ।


কিন্তু না, কখনো কখনো নিজের ইচ্ছে কে বিসর্জন দিতে হয়
এই বিসর্জন শব্দের সাথে আমরা সহজে পরিচিত হতে চাই না - স্বীয় স্বার্থের লয়ে,
অপরের ইচ্ছে টা কে প্রাধান্য দিলে, একটু সহনশীল হলে পরে
প্রতিটা মানুষের সুখের ঠিকানা হতে পারে তার আপন ঘর ।  


বড্ড বদলে গেছি
এখন আর সেই- আগের আমি টি নেই ।
কথা বার্তায় চাল চলনে এসেছে পরিবর্তন
কিন্তু, সকলের ভাল চাওয়াতে হয়নি পরিবর্তন।


সকলের মুখের হাঁসি দেখতে খুব ভাল লাগে
তাইতো নীরবে মুখ বুজে সময় কাটিয়ে দেই
ছুট খাট কটু কথা গায়ে লাগতে দেই না
অন্তরে পোষি গোপন ব্যথা আর যন্ত্রণা ।  


অহং বোধ বেশ উচ্চ মাত্রার বিদ্বেষ মূলক পিল
এটা মানুষকে- মানুষের থেকে শুধু --দূরে সরিয়ে দিতে জানে ।  
সুন্দর সম্পর্কের শেকড় নিপুনভাবে কেটে নেয়
বিষন্নতার বীজ বপন করে অবারিত মস্তিষ্কে ।  


চেতনা বোধের উন্মেষ হোক প্রতিটি প্রাণে
সমঝোতার দ্বার উন্মুক্ত থাক প্রতি ক্ষণে,
রবির কিরণে আলোকিত হোক বাংলার প্রান্তর
শ্যামলে শোভিত হোক সত্য সুন্দরে মানব অন্তর ।    


বড্ড বদলে গেছি,
এখন আর সেই- আগের আমি টি নেই ।


রাত ১২টা ৩২ মিনিট,
০৫/০৫/২০২২ ইংরেজি ।