হবে না আর কোন গান বংশী নদীর পাড়ে
মাছের ঝাঁক সাঁতরাবে না আর স্রোত-স্বিনী জলের ধারে ।
তাজা চিংড়ি চিতল পড়বে না আর জালে
উর্বর পলি পড়বে না আর পাশের আবাদি বিলে ।


পলিতে পলিতে জেগেছে চর ধূসর কাঁদা মাটি
বিশ্বায়নের রাসায়নিক বর্জের এ যে অবারিত ঘাঁটি ।
জল কন্যা হারিয়েছে ভরা যৌবন
শরৎ এ সাজে না আর তীরের কাশ বন ।


নোংরা কালো পানির দুর্গন্ধে বাতাস হচ্ছে ভারি
সারস মাছরাঙ্গা তাই ধরেছে আড়ি
নামবে না ঐ কালো জলে
ওর খাদ্যও যে ঢুকবে না আর গলে ।


অর্থের পানে চেয়ে পরিবেশকে দিচ্ছে বলি
পরিবেশ বাঁচলে মানুষ বাঁচবে এ যেন শুধু মুখে বুলি ।
কাজে কর্মে স্বার্থের কথাই আগে
হৃদয়ে যেন তোমার একটু প্রকৃতির প্রেম জাগে ।


পরিষ্কার বায়ুতে স্বাস্থ্য দম নাও হৃদয় ভরে
মানব প্রেম বিলিয়ে দাও অকাতরে ।
সাজাও ধরণী আপন সুখে
স্বর্গের হাসি দেখবে তোমার প্রিয় মুখে ।


১৯/০৩/২০১৪ ইং, ৪ চৈত্র, ১৪২০ ।
কল্যাণপুর, ঢাকা-১২১৬ ।