মানিক রতনের খোঁজে যাচ্ছে বণিক
সজাগ দৃষ্টি চারি দিক ।
কখন যে ঝড় আসে উত্তাল সাগরে
কখন যে পৌঁছাবে তরী কাঙ্ক্ষিত বন্দরে ।


ছুটিতে ছুটিতে বণিক পরিশ্রান্ত ক্লান্ত
অসমাপ্ত যাত্রা কি করে দেবে ক্ষান্ত ।
মানিকের সন্ধান পেতেই হবে দৃপ্ত করে পণ
দিনের আলোর সাথে যুদ্ধ চলে সর্বক্ষণ ।


কত কাল কত পক্ষ হতে চলছে মানিক রতন সন্ধান
যক্ষের ধন বক্ষে ধরে নিরীহকে করে বলিদান ।