কষ্টের আঙিনায় দাঁড়িয়ে দুঃখ কে আলিঙ্গন
হৃদয়ের তারণায় চলছে দ্রোহের ভাঙ্গন ।
অনিচ্ছাকৃত ইচ্ছা গুলি বিভক্ত করছে মায়া
উষ্ণ এ মনের দোয়ারে এ কার ছায়া ?  


আকাশের দিকে তাকালে শূন্য মাটি শূন্য
সাগর শূন্য তুমি এলেই হবে অনন্য ।
জীবনের কিছু ভুল, হারিয়ে গেছে ফুল,
ভেতরে বাসা বেঁধেছে চিরস্থায়ী গণ্ডগোল ।


তৃণ ভূমে আচ্ছাদিত লাল ললাট অধরা
স্বজাতিক স্বেচ্ছাচারিতায় স্বাধীন পায়রা,
রেওয়ামিলে করে ভুল উপসংহারে পায় না কূল,
উপলব্ধিতে অবুঝ জীব করে যায় ভুল ।


তৃণলতা গ্রাস করে নেয় সতেজ বৃক্ষ
আপন সজীবতা হারিয়ে হয় রুক্ষ ।
ব্যথা গুলি থেকে যায় ভল্টের ভিতর,
কোমল হৃদয় হয়ে যায় হীরার পাথর ।  


২৫/০৫/২০১৭ ইংরেজি ।