শূন্য থেকে মানব আসছে বারে বারে
প্রতিযোগ দৌড়াচ্ছে একে অপরে ।  
সুখের খোঁজে ঘোরে বেড়ায়  
সুখের স্বাদ হৃদয় মাঝে অতৃপ্ত থেকে যায় ।


অবস্থার পরিপূরক চাহিদা বাড়ে দ্বি গুন
অল্প বিস্তর সুখের ঘেরায় ছড়িয়ে পড়ে আগুন ।    
ধরণীতে হয় কি সকলের সম গুন ?  
জেনেও অবুঝ, মনের মাঝে যখন ধরে ঘুণ ।  


একটি নির্দিষ্ট গণ্ডির ভেতর  
গড়ে নিয়ে সুখের বাসর ।    
সেই তো আবার শূন্য হতে শুরু
সঙ্গী করে ভিন্ন ভিন্ন অভিজ্ঞ গুরু ।


শৈশব কাটে মায়ের কুলে
কৈশোর কাটে দোলনায় দোলে ।  
ধীরে ধীরে আসে যৌবনে ভরা রসের হাড়ি
প্রিয় মানুষের স্পর্শে সাজে আপন বাড়ি ।  


মানুষ রঙের এই দুনিয়াতে চলন্ত গাড়ি
চলতে চলতে পাড়ি দেয় জীবন তরি ।    
এভাবেই ছুটে চলা সোজা কিংবা বক্র পথে  
অদৃষ্টের অদৃশ্য চক্রের সাথে ।  


০৬/০৩/২০১৪ ইং, কল্যাণপুর, ঢাকা – ১২১৬