মানুষ কেমন অসহায় বাহিরের দুনিয়ায়
প্রকৃতি রঙ্গ বদলাচ্ছে আপন মহিমায়,  
সবুজের অবগাহনে মুখরিত ধরাতল
কে তোরা যাবি জীবন যুদ্ধে চলরে চল ।  
মেঠো পথে দুর্বা ঘাসের হাতছানি
বিধাতার বিধান আমরা কতটুকু মানি ?  
জনসমাগম করোনা বিস্তারের আধার,
সমুদ্র পাড়ে নেই কোলাহল, নিশ্চুপ চারিধার ।
শান্ত প্রকৃতিতে পাখিদের কলরব
ধরাতল আপন ইচ্ছায় হচ্ছে সরব ।
প্রাণের উল্লাসে শঙ্খচিল উড়ছে,  
পুষ্পকুঞ্জের রঙে ক্যানভাস হাসছে ।