বুকের চাঁপা কান্না মনের আকাশে ভাসে
পুঞ্জীভূত ক্ষোভের দীর্ঘশ্বাস বাতাসে মিশে ।
কান্নারা কেঁদে কেঁদে বলে কর্মে হলে ভুল
কৃত কর্মের জন্য দিতে হয় প্রাপ্য মাসুল ।


পৌনঃপুনিক স্নায়বিক চাপে পিষ্ট, স্বাধীনতা হননে
তিলে তিলে ক্ষয় বাড়ছে মেধা ও মননে ।
ছকে ফেলে চরিতার্থে স্বার্থ, বাজায় সুরেলা বীন,
আলেয়ার প্রেমে আলো ছড়িয়ে বেড়ে যাচ্ছে ঋণ ।


পিঞ্জরের ব্যাথায় পিষে যাচ্ছে রুদ্র উজ্জ্বল দিন
দেহের মাঝে জমা হচ্ছে হরেক খাবারের ফরমালিন ।
অন্তরের আকুতি দেখতে পায় না যে কেহ
প্রকৃতিতে চক্রাকারে ঘুরে সুখ দুখের প্রবাহ ।


সরবে থেকেও ভীষণ একা, দিন কাটে নীরবে
দহনের দাবানল ভালোবাসায় সিক্ত হবে কবে?
রহিত হবে অন্তর জ্বালা সুশোভিত সৌরভে
পৃথিবীর বুকে পদচিহ্ন এঁকে যাব স্ব-গৌরবে।


রোজ মঙ্গলবার, সময় রাত ১১টা ৪১ মিনিট ।
২৮ মার্চ, ২০২৩ ইংরেজি, ১৪ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ৫ রমজান, ১৪৪৪ হিজরী।