এক টুকরো ভালবাসা দিয়েছিলাম ঔ কুসুম হৃদয়ে          
প্রতি মুহূর্তে অনুভূতিতে ছিলে জড়ায়ে
তোমার মনেও কি বাজতো সুর একই তালে ?
আমার বিচরণ কি ছিল তোমার হৃদয় জালে ?  


অন্তরের খবর জানার ছিল না কোন মন্তর
তাই বুঝি বুকে এখন শুধু ধু-ধু প্রান্তর  
বার মাস লেগে থাকে রবি শস্যের খরা  
সোনালি ফসল রয়ে যায় অধরা ।


আমার জমিতে দিয়েছিলাম তোমায় দখল
এখন আমি ভোগ করছি তারই ফল ।
কর্ম তোমার হাসিল করেছ ধীরে ধীরে
ভালবাসা আর দেখা দেয়নি আমার নীড়ে ।


এক টুকরো ভালবাসা হারিয়ে ললনার ছলে
লাল গোলাপের মালা দেওয়া হয়নি কারো গলে ।
শোন তোমায় বলছি, নেবে কি আমার মালা ?
ভালবাসায় ভরিয়ে দেবে কি অন্তর জ্বালা ?  


নাও নিতে পারো এটা তোমার মর্জি, ওহে নয়নমণি
এক টুকরো ভালবাসা, এ যে আমার সোনার খনি ।
চাইলে তুমি কুড়িয়ে নিও মনি মুক্তা হীরা জহরত
ইচ্ছে হলে আনন্দে ভড়িয়ে দিও  আমার জগৎ ।


দক্ষিন পাইকপাড়া, ৭/১২/২০১৩ ইং,