শূন্যের মাঝে শুরু
আবার শূন্যের মাঝেই শেষ,
পথের বাঁকে একলা চলা
দুনিয়া জুড়ে রঙ্গের মেলা ।    


মাঝখানেতে পড়ে থাকে
অগণিত সুখ দুঃখের স্মৃতি,  
কেউ বা এসে আলো জ্বালায়
কেউ বা দহনে পোড়ায় মন ।  


কেউ বা আসে সঙ্গ দিতে
কেউ বা আসে নিতে,
একাকীত্বের বেষ্টনী হতে
আপ্রাণ চেষ্টা বেড়িয়ে যেতে ।


বন্ধু বান্ধব প্রিয়জনের নেইতো কোন কমতি
তাই বলে কি পুশিয়ে নেয়া যায় একাকীত্বের ঘাটতি ।
এ যে বাস করে আপনালয়ে
আপন কর্মের মাঝে ।


ব্যক্তি সত্তা নিজ গুনে সতন্ত্র
এটাই যে একাকীত্বের মন্ত্র ।
কেউ যদি পড়ে থাকে হাসপাতালের বেডে
প্রিয় জনের হাতছানির মধ্যে ও      
কষ্টগুলো কিন্তু একা ভুগ করে, ......বড় একা ।  


রোনাল্ডো মেসি ফুটবল খেলে সতীর্থদের নিয়ে
বলটি কিন্ত জালে পাঠায় আপন কর্ম দিয়ে, ......একা ।
রাজা চালায় রাজ্য পন্ডিতবর্গদের দিয়ে
আদেশ কিন্তু জারি করেন রাজা একা, ......শুধু একা ।  


এমনি করে একাকীত্বের মাঝে জীবের বসবাস
অন্তহীন পথের যাত্রা কালে দেখতে পাবে আপন জনের লেবাস,
কেউ যাবে না সঙ্গ দিতে ঐ না কালো ঘরে
একা একা থাকতে হবে অন্ধকার কবরে, .......একা ।