আমার শূন্যতা গুলি কখনও তুমি বুঝবে না  
কারন সকলেই একে অন্যের ভেতরের খবর রাখতে পারি না
কিছু শূন্যতা প্রকৃতি দান, আপন দয়ায় দিয়ে দেয়  
আর বাকি সব কিছু নিজের কর্মে অদৃশ্য আয়নার সামনে দাঁড়ায় ।    


নিতান্ত কিছু বেদনা মস্তিষ্ককে কুঁড়ে কুঁড়ে খায়
ব্যস্ত তম সময় গুলি হারিয়ে যায় অনাকাঙ্ক্ষিত অবহেলায়  
দেখে শুনে বুঝে তবু অমোঘ নিয়তির কাছে স্বেচ্ছায় নিজেকে সমর্পণ
ইন্দ্রিয়ের চকিত উচ্ছলতায় হয় বিকাশের বিসর্জন ।    


কিছু নির্দিষ্ট তীরে শীর্ষেন্দুর আঘাতে তাজা ক্ষত বয়ে যায়    
বাস্তবের কষাঘাতে পার্থিব জৈবিক কর্মের ধারায় ।
স্নায়ুর চাপে দেহের কোষ গুলি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে
না পাওয়া শুন্যতা গুলি বুকের জমিনে স্থায়ী বসত গড়ে ।


আট ষাট সুন্দর মসৃণ ত্বকে লাবণ্যতা হারিয়ে রেখাপাত বার্ধক্যের ।  
অপ্রাপ্তি থেকে যায় যতনে বুনা কতনা রঙ্গিন স্বপ্নের
তবু, জীবন চলতে চলতে আপন গন্তব্য পারি দেয়  
আর, শুন্যতাগুলি আমার সাথেই মিশে যায় আমারই শূন্য খাঁচায় ।


রাত ২:৩০ মিনিট
১/১১/২০১৭ ইংরেজি ।