আমি শ্যামল
আমি সুন্দর
আমি শান্ত
আমি শক্ত
আমি শক্তি
আমি সত্যের দৃঢ় যুক্তি,
আমি জাগরণ
আমি বজ্র কণ্ঠের গর্জন ।
আমি অনল
আমি অনিল
আমি নিত্য
আমি মুক্ত
আমি শান্তির খোঁজে প্রাণবন্ত ।
আমি ঘুমন্ত
আমি প্রকৃতির ডাকে জাগানিয়া
আমি জাগলেই হই দুরন্ত ।
আমি তৈরি করি ঘূর্ণি
আমি মন্দকে করে দেই চূর্ণি  ।
আমি দেয়াল
আমি বাঁধা অকল্যাণের,
আমি স্রোতের মূল, সমাজের কীটকে করি নির্মূল,
আমি দূত মানবের ।
আমি সময়ের সাথে চলি,
আমি ন্যায়ের কথা বলি ।
আমি অন্যায়ের প্রতিবাদে নিরেট
আমি সন্ত্রাসের বুকে বিদ্ধ বুলেট ।
আমি স্রষ্টার সেরা সৃষ্টি,
আমি অশুভর মাঝে ঝড়ো বৃষ্টি ।
আমি পরিপুষ্ট
আমি শিষ্ট
আমি নির্ভীক
আমি জগৎ পিতার সৈনিক ।
আমি সুন্দর
আমি শান্ত
আমি স্রষ্টার সম্মুখে হই নত
আমি তারই অবগত ।
আমি মৃদু সিন্ধু,
আমি গরীবের বন্ধু ।
আমি প্রকাণ্ড গিরি,
আমি বানিয়ে যাই উপরে উঠার সিঁড়ি ।
আমি বুধ বুনিয়াদ
আমি বিনাশ করে যাই সব বিবাদ ।
আমি দিবস রজনী
আমি সখার সরণি,
আমি হিংসারে করি ধ্বংস
আমি অত্যাচারীদের করি নির্বংশ ।
আমি অতল
আমি শীতল
আমি দুর্বলের বাহু বল
আমি ক্ষুধার্তের অন্নজল ।
আমি মিহির কিরণ
আমি সত্যের উদ্‌গিরণ ।
আমি অদম্য অভয়
আমি স্বৈরাচারীর ভয় ।
আমি শ্যামল
আমি সুন্দর
আমি শান্ত
আমি শক্ত
আমি নিত্য
আমি মুক্ত
আমি শান্তির খোঁজে প্রাণবন্ত  
আমি ঘুমন্ত
আমি প্রকৃতির ডাকে জাগানিয়া
আমি জাগলেই হই দুরন্ত
আমি তৈরি করি ঘূর্ণি
আমি মন্দকে করে দেই চূর্ণি  
আমি ঘুমন্ত, আমি ঘুমন্ত জ্বলন্ত আগ্নেয়গিরি
আমি ধরার বুকে ক্ষণে ক্ষণে ফিরি ।