নিক্তি দিয়ে তিক্ততা পরিমাপের নেই তো কোন সুযোগ
মস্তিষ্কের নিওরণ ক্ষয়ে, রয়ে যায় অব্যাক্ত অভিযোগ।
বাস্তবতার শক্ত পাঠে স্বার্থের কোমল যোগাযোগ
সময়ের স্তর ভেদে আবর্তিত প্রত্যাশিত মনোযোগ।


বোধের ঘাড়ে কামড় দিয়েছে তথাকথিত স্বার্থ
ন্যায় কর্ম দুষ্টের অদেখা চাতুর্য়ের জালে হচ্ছে ব্যর্থ।
সময়ের নায়ে চড়ে পারি দিচ্ছে জীবন তরীর মাঝিমাল্লা
সোনালী স্বপ্নের সন্ধানে অপরের সাথে দিয়ে পাল্লা।


ন্যায় অন্যায় বুঝার বোধ হীনতায় দিকভ্রান্ত পথিক
ধীরে ধীরে কুয়াশায় বিলীন হচ্ছে আগামীর সৈনিক।
মঙ্গলার্থে কর্ম বিফলে হিতৈষী মর্মাহত তির্যক বাক্যবাণে
আত্মিক সম্পর্ক দৃশ্যমান হয় বিপদের সন্ধিক্ষণে।


সোনালী সময়ে গোধূলি আলোর মোহে উদ্ভ্রান্ত পথ চলা
অধরা, বস্তুনিষ্ঠ শিক্ষা ও দক্ষতা উন্নয়নের বিবিধ কলা।
পথ হারিয়ে খুঁজে বেড়াই প্রত্যাশিত পথের ঠিকানা
নিষ্ঠা, সততা, ত্যাগে ও যা সহজে মেলে না।


মনের আকুতি গুমরে মরে জীবনের ক্যানভাসে
দীর্ঘশ্বাস গুলো মিশে যায় অতি প্রাকৃতিক বাতাসে।
মানব তরীতে চলতে থাকে না পাওয়ার বেদনা
নিঃশ্বাস ফুরালে সমাপ্তি ঘটে, বয়ে নেয়া যাতনা।


১ জানুয়ারি, ২০২৪, সাভার।
রচনা কাল ২৭ ডিসেম্বর,২০২৩ ইংরেজি সন্ধ্যা ৭:৪৮ থেকে ১ জানুয়ারি দুপুর ১:৯ মিনিট পর্যন্ত।