ভেতরে লালিত যাতনার বিষে
অন্তরের অশ্রুজল নিভৃতে মিশে,
মেঘে মেঘে হচ্ছে গগণ ভারি
বিষে বিষে পিষে ক্লান্ত জীবন তরী ।


দিবানিশি বয়ে চলে অনন্তের অপেক্ষায়
মায়াবী জালে আগলে রাখে স্বার্থের প্রতীক্ষায়।
দু দন্ড শান্তির খোঁজে যায় সিন্ধু পারে
ঘরের শান্তি লুকিয়ে রেখে ঘুরে দ্বারে দ্বারে।


মনীষীদের বচন বুঝেও বুঝে না
অভাগার অভাব শেষ হয়েও হয় না ।
ক্ষণিকের মোহে পার্থিব সুখে হেলায় মানবতা
অর্থের কাছে বিকিয়ে দিয়ে আপন সত্তা ।


বেলাশেষে হামাগুড়ি দিয়ে ফিরে আপন নীড়ে
নিজেকে হারিয়ে ফেলে নব প্রজন্মের ভিড়ে ।
প্রত্যাশা, প্রাপ্তির ব্যবধানে কিঞ্চিত যাতনা
বারে বারে ফিরে আসে অতীতের ভাবনা ।


১৪ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ,
বিকেল ৫:৪৪ মিনিট ।
টোলারবাগ, মিরপুর, ঢাকা ।