কবিতা, তোমার আলতো নরম শরীরে  
শব্দেরা মায়ার বন্ধনে একত্রে বসত করে ।
আহ্লাদে হাসায় মন মাতানো হাসি
দুঃখের সময় ধ্বনিত হয় বেদনার বাঁশি ।
কৌতূহলী মন স্বপ্নে যায় উড়ে  
বাস্তবতার পরা ঘাতে ঘোরে লোকালয়ের ভিড়ে ।
এমন সুন্দর মন তোমার তারিফ করা দায়
সদা থাক সরব হাসি কান্না আদর ভালোবাসায় ।
তোমার উষ্ণ পরশে আবেগাপ্লুত হয় পাঠকের মন
তোমারই শক্ত কথণে আবার ভিজে দু’নয়ন ।
ভালোবাসার শব্দ জালে দু’জনের হয় সন্ধি
প্রকৃতির এই অপার খেলায় মানব সবাই বন্দি ।
রমনীরা বিচরণ করে তোমার প্রতি পরতে
সত্য সুন্দর ন্যায় অন্যায়ের সকল সারিতে ।  
তোমার তো নেই জাত ধর্ম, আছে কেবল ভাব
তোমার ভাবে পাঠকের মনে পড়ে  প্রভাব ।
তোমার তো নেই গণ্ডি কোন দেশের
তুমি যে সংস্কৃতির স্বাধীন স্বত্ত্বা এ পৃথিবীর ।
তোমার স্পর্শে পথহারা পথিক খুঁজে পায় পথ
নিষ্পেষিত মানুষ গুলো অন্যায় রুখতে করে শপথ ।
প্রবল আন্দোলনে তুমি উদাত্ত ভাষা
মানুষের মনে জ্বালাও তুমি মুক্তির আশা ।
সমাজের সমস্যার মাঝে তুমি দাঁড়াও দৃপ্ত পদে
পানির কলতান শব্দে পারি দাও উত্তাল নদে ।
মন্দের বিরুদ্ধে থাকে সর্বদা বলিষ্ঠ বাণী  
তোমার সেবায় ব্যস্ত থাকে কত জ্ঞানী গুণী ।
ষড়ঋতুতে বাহারি তোমার রূপ
গ্রীষ্মের তাপদাহে গরমে নিশ্চুপ ।
বাঁশ ঝাড়ে সুর তুলে ময়না টিয়া ডাহুক
বর্ষার পানিতে ভিজে তোমার বুক ।
শরৎ এ নদীর পানি যায় কমে  
কাশফুলের ধারে বিকেলের আড্ডাটা বেশ জমে ।
হেমন্তে বাড়ে কৃষাণীর ব্যস্ততা পাহাড় সমান
রাখাল ছেলে উদার গলায় গেয়ে যায় গান ।
শীতে তুমি জড়াও শিশিরের ফোঁটায়  
পিঠার উৎসবে পাড়ায় পাড়ায় ধুম পড়ে যায় ।
বসন্তে নব পল্লবে জাগে সবুজ শ্যামল বাংলা
তোমার পাতাতে লেখার লেগে যায় পাল্লা ।
সোনার বাংলার রূপের মায়ায় জুড়িয়ে যায় প্রাণ
কবিদের অক্লান্ত পরিশ্রমে বাড়ে তোমার মান ।
মনের জানালায় উঁকি দেয় রাতের তারা
পূর্নিমার ঐ সোনালি আলোয় তোমার অঙ্গ ভরা ।
তোমার বাহু বন্ধনে আঁকা সোনালি স্বপ্নের স্মৃতি  
প্রতিনিয়তই তোমায় নিয়ে হচ্ছে কত গীতি ।
গগন থেকে নামিয়ে নাও সন্ধ্যা তারা  
এলোমেলো মেঘগুলো চলে দিশেহারা ।
আকাশের নীল উপমা সাজায় কত গল্পের,
মাঝে মাঝে দেখা যায় মিলন বজ্রের ।
উজ্জ্বলতা বাড়ায় তোমার খোলা আকাশের আলো
অমাবস্যার বর্নণাও থাকে সেথা নিকষ কালো ।
রংধনুর আলোর বিচ্ছুরণে পুলকিত করে মন
প্রেমের জন্য ব্যাকুল পার্থিব জীবন ।
তোমার উপর উড়ে বেড়ায় ঘাস ফড়িং এর দল  
পাঠকের সংখ্যা হ্রাস হলে ক্ষুন্ন হয় মনোবল ।
ভালবাসার রনত্বরী ভাসে নীল সাগরে
মনের মানুষের ব্যথায় চোখের জল পড়ে অঝোরে ।
বুকের মাঝে থেকে যায় কষ্টের চাপা কান্না
সময়ের টানে তবু এগিয়ে চলা সঙ্গী করে যন্ত্রণা ।
তোমার প্রতি রন্ধ্রে রন্ধ্রে থাকে শক্তির উৎস
অপলক চেয়ে আবৃতি করে কবিতা প্রেমি বৎস ।
তোমার ছায়া তলে খুঁজি শান্তির আশ্রয়
গড়ি জীবন সংগ্রামের নতুন প্রত্যয় ।
কবিতা তুমি ভাবনার আকাশের মূর্ত প্রতীক  
তোমার ভালবাসায় সক্ষতা গড়ে কবি নির্ভীক ।


দক্ষিন পাইকপাড়া,
১১/১২/২০১৩ ইং,
ব্যাপ্তিকাল ১০/১২/২০১৩ রাত ১১:০০ হতে ১১/১২/২০১৩ ইংরেজী রাত ১২:৩২ মিনিট ।