ডাকিতে ডাকিতে কোকিল কণ্ঠ করছ কেন ভারী  
তোমার সাথে কথা বলব না এই আমার আড়ি ।
মিষ্টি সুরে ডেকে ডেকে করছ ঘ্যানর ঘ্যান
বিঘ্ন ঘটাতে হিমেল প্রভাতের নিরব ধ্যান ।  


পাখা মেলে উড়ে যাও ভিন্ন ভিন্ন ডালে
যেন দেখতে না পাই পাতার আড়ালে ।
মনের খুশিতে করছ নাচা নাচি
বৈশাখী ঝড়ে বাতাসে যাও ভাসি ।


কোকিল কণ্ঠে গুনগুনিয়ে করছ আহ্বান  
রীতিমত সাড়া না দিলে খর্ব হয় সম্মান ।  
হলদে রঙ এর মেকআপে দেখতে লাগে বেশ
নিখুঁত ঘন কাল সুন্দর কেশ ।  

আঙ্গিনায় কুঁড়িয়ে কুঁড়িয়ে খেয়ে যাও ধান  
শেখানো কথার আওয়াজ শুনে নেচে যায় মন-প্রাণ ।
অব্যক্ত ভালবাসার সহজ সমীকরণ
মনিবের প্রতি আনুগত্যের চমৎকার উদাহরণ ।  
কোকিল মনিব চিনে কণ্ঠে আনে কথা
সকল প্রাণীর মাঝে সম্প্রীতির বন্ধন হোক যথা যথা ।  



কল্যাণপুর, ২৩/০৩/২০১৩ ইং,