ফসলের মাঠে রাখালের হাল
আঁকা বাঁকা নদীতে মাঝিদের পাল ।


সোনালী ছড়ায় স্বপ্ন রাশি রাশি
চৈতালি ফসলে কৃষকের হাসি ।


চারিধার বর্ষার জলে থৈ থৈ
হাঁসের ছানা করে তৈ তৈ ।


ভেলায় চড়ে ছেলে-মেয়ে স্কুলে যায়
ডিম দুধ কলা ওরা নিত্য খায় ।


খেলা আর দুষ্টুমিতে মত্ত শৈশব
বর্ণমালার পরিচয়ে করে কলরব ।


অ আ ক খ এক দুই তিন
খুকুমণি নাচে তা ধিন ধিন ।


১ঃ৪২ মিনিট,
টোলারবাগ, ০৫/০৯/২০২২ ইং,
ঢাকা ।