ভাষা
-মোহাম্মদ আজিজুল হক রাসেল


সে প্রায় কয়েক যুগ আগের কথা
মায়ের মুখের ভাষা টিকিয়ে রাখার জন্য
বাংলা মায়ের জমিনে উজ্জীবিত তরুণ দল
অত্যাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল প্রতিবাদী কণ্ঠে ।


আমার ভাষা তোমার ভাষা,
বাংলা ভাষা বাংলা ভাষা ।


বুকের তাজা রক্তে তারা প্রতিষ্ঠিত করেছিল বাক স্বাধীনতা
যেন, নিজের ভাষায় প্রাণ খুলে কথা বলা যায়
সুখ দুঃখের কথা আত্মীয় স্বজনদের সাথে ভাগ করা যায়,
একে অন্যের সাথে যোগাযোগের সহজ মাধ্যম ।


কালের পরিক্রমায় আধুনিকায়ন ও পরিবর্তনের উন্মেষে
আমাদের অগ্রগতির ধারক বাহক পরিপক্ব পথের দিশারী,
যুগে যুগে বলিষ্ঠ কর্মযজ্ঞের মাধ্যমে আধুনিক সময়ের দ্বারে
যুক্ত পদ ভারে এগিয়ে চলছে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ।


দৃষ্টি নন্দন স্থাপনা জানান দেয় অর্থনৈতিক অগ্রযাত্রার
পক্ষান্তরে অনেকাংশে বাক স্বাধীনতার ঘরে দেয়ালে
ফাঙ্গাসের আস্তর পরেছে, অধিকারের কথা ঐ প্রলেপ
ভেদ করতে পারে না, যথাযথ জায়গায় পৌঁছায় না আকুতি ।


কখনো বা পৌঁছায় কিন্তু সে দেয়ালের আস্তর হয়তো বেশি পুরু
যার ফলে অনেকের ন্যায্য ভাষা অন্তরেই গুমরে মরে গোলাপের
বিদীর্ণ পাপড়ির মত, হৃদয়ের দুঃখ আছে যত মর্মর ধ্বনিতে নিঃশেষিত হয়,
ভাষা শহীদ দের হাজারো সালাম বীর কীর্তির জন্য, যাই হোক কথা তো বলা যায় ।


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ একুশের শানে,
বাক স্বাধীনতা কালে কালে সবার থাকে না থাকতে নেই
স্বাধীনতার আড়ালে দুর্বোধ্য এক দেয়ালে আটকে থাকে
দৃশ্যত অদৃশ্য  প্রতাপের বট বৃক্ষের ছায়াতলে ।


শক্তি অপাত্রে থাকলে তার সদ্ব্যবহার যেমন কঠিন
তেমনি বাক স্বাধীনতার ও একটা সীমারেখা অতি গুরুত্বপূর্ণ ।
বাক স্বাধীনতার নামে যা খুশি তাই বলা মাতৃভাষার অসম্মান
যথাযথ ভাষার প্রয়োগে দ্বিপ্তি ছড়ায় তার মান ।


নিপীড়িতের মুখের ভাষা রুদ্ধ করা যেমন অন্যায়
তেমনি অযাচিত ভাষার প্রচলন রোধ করা ন্যায়  ।
শুদ্ধতায় ভরে উঠুক ভাষার ভান্ডার, বিজ্ঞানমনষ্ক প্রজ্ঞায়  
মাতৃভাষা প্রাণ পাক আলোকিত হোক জগৎ সংসার ।


২১/০২/২০২১ ইং,
রবিবার, রাত ৯টা ১০ মিনিট, টোলারবাগ, ঢাকা ।