মোঘলের মত প্রতাপ আবার দৌলার মত ভয়
অর্থ যে করে দিচ্ছে আমার মনের অবক্ষয় ।
প্রতিনিয়ত মানুষ বাড়ছে, বাড়ছে নানান স্লোগান
মুহুর্মুহু মুহুর্মুহু চাহিদা বাড়ছে, বাড়ছে না তার জোগান ।


চারিদিকে শুধু হাহাকার বেদনা আর ক্রন্দন
লোভ লালসায় ছিঁড়ে যাচ্ছে মায়ার বন্ধন ।
যার আছে ভুরি ভুরি সেই করছে পুকুর চুরি
অভাব অবহেলায় দিনাতিপাত করে সব হারানো ত্যাগী বুড়ি ।


অলক্ষ্যে থেকে আর কত কাল করবে গরীবেরে শোষণ  
ঘনিয়ে আসলো বলে তোমার ভাগ্যের রোদন ।
অর্থ দিয়ে যায় না কেনা মানুষের মন
মোহের মাঝে করছ বিলীন আপন ধন ।


অর্থের জন্য অকাতরে যাচ্ছে কত প্রাণ  
শহীদ বেদীতে শোকনো ফুল ছড়ায় তাদের ঘ্রাণ ।
বিবেক হারিয়ে অর্থের দিকে দিচ্ছ হাত বাড়িয়ে
জীবন চাহিদার জোগান যাচ্ছ চালিয়ে ।  


অর্থই যখন ধরবে গলা চেপে,
কথা বলতে কণ্ঠস্বর উঠবে কেঁপে ।
মানুষ খেকো হায়ানারা বিস্তার করছে অদৃশ্য শিকারি জাল,  
অদৃশ্য সেই জালে জড়িয়ে পড়লে জীবন যে হয় বেহাল ।


১৪/১০/২০১৩ ইং,