মনের যান্ত্রিকতায় মননের ক্রান্তি লগ্ন
বিদায়ী কাল ইতিহাসের পাতায় মগ্ন ।
ভগ্ন হৃদয়ে বিরহের ছাই উড়ে
আপন দূরত্বের দেয়ালে রবে দূরে ।


পুড়ে পুড়ে অঙ্গার হবে অনুভূতি
মনের দোয়ারে আসবে কি প্রগতি ?
ছোট ছোট স্বপ্ন নিয়ে জাগে আশা
পথের বক্রতায় হারিয়ে যায় জীবনের পরিভাষা ।


কুসুম কানন পরিণত হয় ধূসর মরুভূমি
প্রবাল দ্বীপে হীরের সন্ধানে ব্যস্ত তুমি ।
অনিশ্চয়তায় প্রহর গুনছে অনাগত আগামী
অনাস্থার গহীন উপলব্ধিতে অন্তর্যামী ।


ঢাকা ।
২২.০৫.২০১৭ ইংরেজি ।