ঊষার লগ্নে উর্বশী ষোড়শী উড়িয়ে চলে উড়না
যৌবনের উজ্জ্বল আভার মোহে যুবকের ধর্না।
টান টান বদনে বর্ণিল শাড়ি উচাটন মন
বাড়িয়ে দেয় প্রেমিকের হৃদ স্পন্দন ।


সদালাপে পরিচয় ধীরে ধীরে রূপান্তর পরিণয়ে
কতশত সোনালী স্বপ্ন বুনে দুই চঞ্চল হৃদয়ে ।
পড়ালেখার পাঠ চুকিয়ে দেখতে থাকে ধরার ধারা
পরিবার সমাজের নানাবিধ চাপে জীবন ছন্নছাড়া।


অর্থনৈতিক সাম্যবস্থার জন্য জীবন যুদ্ধের ময়দানে
অধরা রয় আত্মার সুখ পার্থিব বলয়ের আগ্রাসী টানে ।
অর্থের কিংবা পারিবারিক কলহে ভালবাসা নিগৃহীত,
স্বপ্ন ভেঙ্গে পুড়ে পুড়ে জ্বলে জ্বলে অন্তর হয় শানিত ।


যৌবনের প্লাবনে হেলায় করিলে সোনালী সময় নষ্ট  
সুযোগ পেলেই কষ্টের কেষ্টদা পিছু ছাড়ে না স্পষ্ট ।
নীতি নৈতিকতা সরলতা বাস্তবের কাছে উপেক্ষিত
উচ্চাকাঙ্ক্ষী স্বার্থের ছোঁয়ায় হয় মানব গল্প রচিত ।



রাত ১১:৫৫ মিনিট
১৬/০৯/২০২২ ইংরেজি,
ঢাকা ।