চিত্তের শান্তি মিলে মসজিদে গেলে,  
আল্লাহ্‌র সুন্দর বাণী শোনে কঠিন হৃদয়ও গলে  
অন্যায়ের পথ ছেড়ে ন্যায়ের পথে চলে ।
খোদার ভয়ে ভিত মোমিন
নামায পড়ছে প্রতিদিন ।
দোজখের কথা মনে এলে  
ভয়ে চোখে আসে  জল,
নোনা পানি গড়িয়ে ভিজে মুখ মন্ডল ।
আমরা পাপি গুনাহ্‌গার বান্দা
শয়তানের প্ররোচনায় হয়ে যাই অন্ধ।  
তোমার প্রেমে যেন ডুবে যেতে পারি  
ক্ষণিকের এই আরাম আয়েশ ছাড়ি ।  
আমাদেরকে ক্ষমা করো হাশরের ময়দানে
যে দিন কৃত কর্মের কথা ভেবে কাঁদবে জনে জনে ।
নিখিলের এই যাপিত জীবন
তোমার সেবায় যেন করিতে পারি সমর্পণ ।
লোভ লালসা ভুলে যেন তোমার পথে চলি
নবীর দেয়া শিক্ষা মেনে চলি ।
তোমার ঘরে এলে অন্তর ভরে যায়,
শান্তির পরশে যেন হৃদয় ছুঁয়ে যায় ।  
মুমিন ব্যক্তি করে মসজিদের খেদমত ।
মসজিদে বর্ষণ করো তোমার বিশেষ নিয়ামত,  
আমরা প্রত্যাশা করি তোমার অশেষ রহমত,
ভাল কাজে দাও তোমার কুদরতী বরকত ।  
চিত্তের শান্তি মিলে মসজিদে গেলে,
আল্লাহ্‌র সুন্দর বাণী শোনে কঠিন হৃদয়ও গলে  
অন্যায়ের পথ ছেড়ে ন্যায়ের পথে চলে
চিত্তের শান্তি মিলে মসজিদে গেলে ।