আঁধার আসছে রাতের বার্তা নিয়ে
সন্ন্যাসী সংজ্ঞায়িত করছে জ্ঞানের প্রভা দিয়ে,    
গহীন জঙ্গলে নেয় স্বাধীনতার স্বাদ
মগ্ন থেকে ধ্যানে নিগূঢ় নিখাদ ।      
  
বৈরী না খয়েরী নিঝুম কালো রাত
ফিরে ফিরে আসে অতীতের আঘাত  
বর্তমানকে পুড়ায় ব্যথার যন্ত্রণা  
মিছে খোঁজা সুখের সান্ত্বনা ।


গাছের পাতাতে নেই দক্ষিণা বাতাস
অবসন্নতায় বেড়ে যায় হাহুতাস ।
নিস্তব্ধতায় প্রকৃতি হয়ে যায় স্তব্ধ  
প্রশান্তির আশায় ক্লান্তিতে হতে হয় জব্দ ।


রাতের আবেশে রমনীর কালো কেশ  
অন্ধকারে মিশে হারায় তার রেশ ।  
উন্মাদনায় কেটে যায় নিঝুম রজনী
কালোকে আলো দিয়ে সাজায় সজনী ।


কল্যাণপুর, ঢাকা ।
০৯ আষাঢ় ১৪২১ বঙ্গাব্দ, ২৩ মে ২০১৪ ইংরেজি,
২৪ শাবান ১৪৩৫ হিজরী । রাত ০১:৫০ মিনিট ।