নীরবতার নিরীক্ষণে
-মোহাম্মদ আজিজুল হক রাসেল


নীরবতার নিরীক্ষণে, পরক্ষণে তৃতীয় নেত্রে ভাসে তোমার অবয়ব    
সদা হাস্য, উল্লসিত যৌবনের আলোয় উদ্ভাসিত হৃদ ।
আলতো আলিঙ্গনে শিহরিত সতেজ স্ফুটনিক অনুকম্পা
নান্দনিক অঙ্গের নৃত্যে, চোখের ভাষায় দুষ্ট মিষ্টি প্রেমালাপ ।


হৃদয়ের উর্বরতায় অংকুরিত ভালোবাসার পটভূমি
রোদ বৃষ্টি ঝড়ে, সাঁঝ সকালে রুপালি দুপুর স্নিগ্ধ বিকেলে
স্বর্ণালী সন্ধ্যায়, মায়াবী চাঁদের আলোয় কুসুম কুসুম প্রেমের পরশ
আন্দোলিত যৌবনে পালতোলা নৌকায় দক্ষিণের হিমেল হাওয়া ।


দৃড়তার বন্ধনে গোলাপী বাগানের সুরভী প্রত্যয়ে স্বপ্ন বুনা  
হৃদয় জোড়ে যেথায় তোমার সদা সরব আনাগোনা দিবানিশি
ও বাহু বন্ধনে সুখের সন্ধানে যাবে ধরার দিন অনুরণে  
নিগূঢ় তত্ত্বের শোধা সত্যে ভালোবেসো ভালোবেসো ।    
  
৬/১২/২০১৯ ইংরেজি,
শুক্রবার, সকাল ১১:৫১ মিনিট, কল্যাণপুর, ঢাকা ।